শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ছয়জন।  তাদের মধ্যে এক'জনের অবস্থা আশংকাজনক।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর-উপজেলার ফতেজংপুর রাজাপাড়ার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারীর সৈয়দপুর উপজেলার কিসামদ কাদীকল এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও একই নীলফামারী সদর উপজেলার দীঘলডাঙ্গি এলাকার সুভাষ চন্দ্র রায়ের মেয়ে আদুরী রানী রায় (১৮)। তারা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৩ নং ফতেজংপুর ইউনিয়নের ট্রিলিয়ন গোল্ড কোম্পানির শ্রমিক ছিলেন।

স্থানীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রংপুর থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ফতেজংপুর ইপিজেড সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোভ্যানকে চাপা দিলে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী যাত্রী নিহত হন। তারা ইপিজেডের কর্মী। আহত ছয় জনকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চত করে জান্সন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু'জন নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া প্রস্তুতি চলছে।

দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির জানান, 'রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে আট দলের বিভাগীয় সমাবেশে যোগদান শেষে একটি বাসে করে কিছু যাত্রী দিনাজপুরে ফিরছিলেন। এ সময় অপরদিকে চিরিরবন্দর উপজেলার ৩ নং ফতেজংপুর ইউনিয়নের ট্রিলিয়ন গোল্ড কোম্পানির কয়েকজন শ্রমিক অফিস শেষে ইজিবাইক যোগে নীলফামারী ফিরছিলেন। পথে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের ফতেজংপুর রাজাপাড়ার মোড়ে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই নারী নিহত হয়। আহত হয় আরো ছয়জন।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা বাসের সিট বের করে রাস্তায় ফেলে আগুন দেন। এ সময় দিনাজপুর-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

(এসএএস/এএস/ডিসেম্বর ০৪, ২০২৫)