গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ ও পিরোজপুর জেলার কৃষকদের মধ্যে বিনামূল্যে ৫ হাজার ৫শ' কেজি আলু বীজ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। 

বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ার কৃষি গবেষণা কেন্দ্রে পার্টনার প্রকল্পের আওতায় কৃষক পর্যায়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত বিভিন্ন জাতের আলু বীজ সরেজমিন গবেষণা বিভাগের পক্ষ থেকে বিতরণ করা হয়।

প্রধান অতিথি উচ্চগোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মহসীন হাওলাদার ২ জেলার ৩৫ জন কৃষক- কৃষাণীর হাতে আলু ব্রিজ তুলে দেন।

এ সময় গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী কৃষক-কৃষাণী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মহসীন হাওলাদার বলেন, ৫ হাজার ৫ শ' কেজি আলু বীজ দিয়ে ২ জেলার কৃষক ৩ হেক্টর জমি আবাদ করবে।

এতে ২ জেলায় আলুর আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে। বারি উদ্ভাবিত উচ্চ ফলনশীল আলুর জাত গোপালগঞ্জ ও পিরোজপুর জেলায় ছড়িয়ে পড়বে। এ জাতের আলুর আবাদ সম্প্রসারিত হলে কৃষক লাভবান হবেন। আলু উৎপাদন আগের তুলনায় অনেক বৃদ্ধি পাবে বলে জানাও ওই কর্মকর্তা।

(টিবি/এএস/ডিসেম্বর ০৪, ২০২৫)