মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে আধুনিক মানুষ গড়ার একটি অনন্য প্রতিষ্ঠান আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে উৎসবমুখর পরিবেশে ক্লাস পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, আনন্দমুখর শৈশব নিশ্চিতকরণ এবং শিক্ষার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য ছিল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
বিভিন্ন বিনোদনমূলক প্রতিযোগিতা,কেক কাটার অনুষ্ঠান এবং শিক্ষণীয় আলোচনা সভা।
পুরো আয়োজন জুড়ে ছিল শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ বলেন,“প্রাথমিক পর্যায়ে শিশুদের মানসিক বিকাশের জন্য এমন ইতিবাচক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।আছিয়া প্রি-ক্যাডেট স্কুল এ ক্ষেত্রে একটি প্রশংসনীয় উদাহরণ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও প্রাক্তন অধ্যক্ষ মুহাঃ ফসিহ্য়ূর রহমান।তিনি বলেন,"শিক্ষার্থীদের আনন্দ,শৃঙ্খলা ও চরিত্র গঠনে আমরা শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সমান ভূমিকা আশা করি।
এ ধরনের অনুষ্ঠান শিশুদের মধ্যে সহযোগিতা,বন্ধুত্ব ও আত্মবিশ্বাস বাড়ায়।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক মাসুদ রানা,সাংবাদিক মোঃ মুরাদ হোসেন,খাইরুল ইসলাম প্রমূখ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউপি সদস্য ইরানী মাসুদ,শিক্ষক,শিক্ষার্থী,সাংবাদিক ও অভিভাবকবৃন্দ।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র স্কুলের সহকারি শিক্ষক মোঃ শফিকুজ্জামান সবুজ।উল্লেখ্য,১৯৯৭ সালে প্রতিষ্ঠিত আছিয়া প্রি-ক্যাডেট স্কুল বর্তমানে প্লে-থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দক্ষ শিক্ষকদ্বারা আধুনিক শিক্ষার মাধ্যমে শিশুদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
(বিএসআর/এএস/ডিসেম্বর ০৪, ২০২৫)
