একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন কর্মরত মাঠপর্যায়ের কর্মীরা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন, পদোন্নতি কাঠামো প্রণয়ন ও বৈষম্য দূরীকরণের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৭ ইউনিয়নে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকরা অংশ নেন।

দীর্ঘ ২৬ বছর ধরে ২৪ ঘণ্টা মা ও শিশু স্বাস্থ্যসেবা, গর্ভবতী ও প্রসূতি নারীর সেবা, নবজাতক ও ৫ বছরের কম বয়সী শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে এলেও পরিবার পরিকল্পনা কর্মীদের চাকরিতে এখনো কোনো নিয়োগবিধি প্রণয়ন হয়নি বলে দাবী কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীদের।

তারা আরও বলেন, চাকরির শুরুতে যে পদের দায়িত্ব নিয়ে মাঠে নেমেছেন, অবসর নেওয়ার সময়েও তাদের সেই একই পদে থাকতে হচ্ছে।

অন্যদিকে অন্যান্য সরকারি চাকরিতে নিয়মিত পদোন্নতির সুযোগ থাকলেও পরিবার পরিকল্পনা কর্মীরা বঞ্চিত রয়ে গেছেন।

অবিলম্বে নিয়োগবিধি বাস্তবায়ন ও পদোন্নতির কাঠামো চালু করার দাবি জানান বলেন দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি তাদের।

কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক অসিত কুমার বিশ্বাস, জাহিদুল ইসলাম, বাদশা মিয়া,আসাদুজ্জামান, সোহেল শেখ, মিঠুন, প্রতিমা রানী,রেশমা,পারভিন প্রমুখ।

(একে/এএস/ডিসেম্বর ০৪, ২০২৫)