খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
একে আজাদ, রাজবাড়ী : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় রাজবাড়ীর পাংশা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে পাংশা পৌরসভা চত্বরে উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত ও দরুদ পাঠ করা হয়। এরপর বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
পরে আগতদের মধ্যে তবারক বিতরণ করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী ও মাদ্রাসার ছাত্ররা মোনাজাতে শরিক হন।
এ সময় রাজবাড়ী-২ আসন বিএনপির মনোনীত প্রার্থী হারুন অর রশিদ বলেন, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি শুধু বিএনপি দলের নেত্রী নন, তিনি গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটের অধিকার রক্ষার সংগ্রামের প্রতীক।
দেশের জন্য তিনি সংগ্রাম করতে গিয়ে বহুবার জেল খেটেছেন। তিনি আমাদের আশার আলো। দেশের এই ক্রান্তিলগ্নে তার উপস্থিতি বড়ই প্রয়োজন।
(একে/এএস/ডিসেম্বর ০৪, ২০২৫)
