ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী হেলেনা গ্রেপ্তার
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ হেলেনা বেগম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে তাঁকে ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফরিদপুর আর্মি ক্যাম্প ও কোতয়ালি থানা পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর স্টেডিয়াম আর্মি ক্যাম্প হতে ক্যাম্প কমান্ডার নেতৃত্বে ফরিদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ৮০ পিস ইয়াবা ও ৫৫ পোটলা গাঁজাসহ মোছা. হেলেনা বেগম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় হেলেনা বেগমের নিকট হতে একটি মোবাইল ফোন ও নগদ ৬৪৯০ টাকা উদ্ধার করা হয়।
আটকৃত আসামি হেলেনা বেগমকে উদ্ধারকৃত মালামালসহ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফরিদপুর কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, 'গ্রেপ্তারকৃত আসামি হেলেনা লক্ষ্মীপুর এলাকার চিহৃিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আলাদতে সোপর্দ করা হবে। এছাড়া, ফরিদপুর কোতয়ালি থানা এলাকার মাদক নিয়ন্ত্রণে এধরণের মাদকবিরোধী অভিযান নিয়মিত চলবে বলেও জানান পুলিশ কর্মকর্তা নুরুজ্জামান।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হেলেনা বেগম (৪২) ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকার সূর্য মোল্লা'র স্ত্রী বলে জানা গেছে।
(আরআর/এএস/ডিসেম্বর ০৫, ২০২৫)
