দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংগঠনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

পাঁচ দফা দাবির ভিত্তিতে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের জন্য দশম গ্রেড প্রদান, নিয়োগ বিধিমালা প্রণয়নের মাধ্যমে পদোন্নতির ব্যবস্থা করা, মন্ত্রণালয় থেকে শতভাগ বেতন-ভাতা প্রদানের ব্যবস্থা, অবসরকালীন শতভাগ আনুতোষিক প্রদান এবং স্থানীয় সরকার অধিদপ্তর গঠনের দাবি জানানো হয়।

পরে কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল স্মারকলিপি গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন—সংগঠনের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ভাযানচর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন, মানিকদহ ইউনিয়নের নিত্য কুমার সরকার, ডিক্রীরচর ইউনিয়নের তরুণ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

(ডিসি/এএস/ডিসেম্বর ০৫, ২০২৫)