স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের কেশবপুর উপজেলায় এক চাঞ্চল্যকর যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং অপরাধমূলক কার্যকলাপে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোররাতে উপজেলার আলতাপোল ও ভোগতি গ্রামে পরিচালিত পৃথক ও গোপনীয় এই অভিযানে অপরাধীদের আস্তানায় যেন একটি ‘ছোটখাটো অস্ত্রের প্রদর্শনী’ ও মাদকের গুদাম আবিষ্কার হলো।

কেশবপুর উপজেলায় অবস্থিত সেনাবাহিনির অস্থায়ী ক্যাম্পের আভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ভোগতি গ্রামের আব্দুল আজিজের ছেলে আলমগীর (৪০) ও জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৭) , মূল গ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেল (২২),আলতাপোল গ্রামের নজির বিশ্বাসের ছেলে উজ্জল বিশ্বাস (৩৮)। গ্রেফতারকৃত পলাশ জুলাইযোদ্ধা ও যুবদল নেতা। এছাড়া বাকি তিন জন বিএনপির রাজনিতির সাথে সক্রিয় ভাবে জড়িত।

কেশবপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ভোরে গোপন তথ্যের ভিত্তিতে এই চারজনের বাড়িতে একযোগে তল্লাশি চালানো হয়। অভিযানে যা উদ্ধার হয়েছে তার তালিকা রীতিমতো উদ্বেগজনক।

অভিযানে একটি মার্কিন তৈরি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন, দেশিয় দা, রামদা, খুর, চায়নিজ কুড়াল, চাপাতিসহ ২০টিরও বেশি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, ৩০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম, দুটি ইলেকট্রিক শক মেশিন, একটি টাকা গোনার মেশিন, আটটি মোবাইল ফোন, খালি মদের বোতল।

এই গ্রেফতার ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার স্থানীয় অপরাধ চক্রগুলোর মূলে আঘাত হানবে বলে মনে করছে আইন-শৃঙ্খলা বাহিনী। বিদেশি পিস্তল, ইলেকট্রিক শক মেশিন এবং টাকা গোনার মেশিনের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, আটককৃতরা শুধুমাত্র স্থানীয় ছোটখাটো অপরাধেই নয়, বরং বড় আকারের কোনো অবৈধ অর্থ লেনদেন এবং সংঘবদ্ধ অপরাধের সাথে জড়িত থাকতে পারে।

কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

(এসএমএ/এএস/ডিসেম্বর ০৫, ২০২৫)