সোনাতলায় কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন এর বৃত্তিতে ১২'শ ২৭জন পরীক্ষার্থীর অংশগ্রহণ
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়া সোনাতলায় ১২'শ ২৭জন পরিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো দি গ্লোবাল কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা। (৬ ডিসেম্বর) শনিবার সোনাতলা পাইলট বালিকা বিদ্যালয়ে ২ ধাপের এই পরিক্ষা চলে ১০.৩০মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বেলা ২টা থেকে বিকেল ৪.৩০মিনিট।
এতে উপজেলার ২৪টি কিন্ডারগার্টেন কেজি স্কুলের প্রাক-প্রাথমিক হতে ৫ম শ্রেণীর ১২'শ ২৭জন কমলমতি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ সময় কেন্দ্রের কক্ষ পরিদর্শন করেন জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলের পরিচালক শিক্ষাবিদ এটিএম রেজাউল করিম মানিক।দি গ্লোবাল কিন্ডার গার্টেন এসোসিয়েশন সূত্রে জানাগেছে এবার পরীক্ষায় প্রাক-প্রাথমিকে- ৩১৬ জন, ১ম শ্রেণীতে- ২১৬ জন, ৩য় শ্রেণীতে- ১৫৯ জন, ৪র্থ শ্রেণীতে- ২৫৮ জন, ৫ম শ্রেণীতে ১৮৩ জন। তবে পরিক্ষার্থীদের খাতা মূল্যায়নের মাধ্যমে শতকরা ৪০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন দি গ্লোবাল কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলমসহ সমিতির নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, রানীরপাড়া কেজি স্কুলের পরিচালক রুহুল আমিন,ফিউচার লাইফ কেজি স্কুলের পরিচালক সাজেদুর রহমান, হরিখালী মাতৃছায়া এর পরিচালক দুখু মিয়া,গোল্ডেন স্টার কেজি স্কুলের পরিচালক জহুরুল হকসহ অন্যান্য কেজি স্কুলের পরিচালক। তবে পরীক্ষা কেন্দ্রের বাইরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় অভিভাবকদের অপেক্ষা করতে দেখা গেছে। অনেকেই বলাবলি করছিলেন বহুদিন পর এরকম উৎসবমুখর পরিবেশ চোখে পড়লো।
(বিএস/এএস/ডিসেম্বর ০৬, ২০২৫)
