বিপুল কুমার দাস, রাজৈর : অবৈধভাবে বাংলাদেশ থেকে লিবিয়ায় ভূমধ্যসাগরের গত ১৫ নভেম্বর নৌকা ডুবিতে নিখোঁজ ২৬ জনের মধ্যে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম পশ্চিম তেলিকান্দির ছামির শেখ (২০) নিখোঁজ রয়েছে বলে দাবি করছেন তার পরিবার,  ছামির জীবিত নাকি মৃত কিছুই বলতে পারছে না তার পরিবার তবে লিবিয়া থেকে ফেরত আসা একই উপজেলার কোদালিয়ার জামাল সর্দার জানান ছামির সাগর পারি দেওয়ার সময় নৌকা ডুবিতে নিখোঁজ হয়েছে।

নিখোঁজ ছামির বাড়িতে গিয়ে গেলে পরিবার জানায়, গত ৬ অক্টোবর গোপালগঞ্জের ছাগলছিড়ার দালাল ইলিয়াসের মাধ্যমে ১৯ লাখ টাকার চুক্তিতে নগদ ১৬ লাখ টাকা দেওয়ার পর বাড়ি থেকে লিবিয়ার ভূমধ্যসাগরে গেম দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে নিখোঁজ রয়েছে ছামির।

ছামিরের মা সুফিয়া বেগম জানান, আমার ছেলেকে গেমের দিন বোটে উঠাতে ত্রিশ ঘন্টার মধ্যে কথা বলতে পারবো না,আমার জন্য দোয়া কইরো, আমার ছেলেকে হয় ফেরত এনে দেন না হয় পৌঁছে দেন।

নিখোঁজ ছামির রাজৈর উপজেলার পশ্চিম তেলিকান্দি গ্রামের মৃত আমির শেখের ছেলে।

(বিকেডি/এএস/ডিসেম্বর ০৬, ২০২৫)