নগরকান্দায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি হাইস্কুল মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসান টিটু, সাবেক যুগ্ম আহবায়ক হাফিজ শরীফ।
এছাড়া উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিনুজ্জামান শাহিন, মাহাবুব আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, উপজেলা ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম লিখনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে নেতাকর্মীদের মাঝে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
(পিবি/এএস/ডিসেম্বর ০৬, ২০২৫)
