স্টাফ রিপোর্টার : সম্প্রতি রাশিয়ার সেভেরস্কে অবস্থিত সাইবেরিয়া কেমিক্যাল কম্বাইনের আইসোটপ পৃথকীকরণ প্ল্যান্টে উচ্চক্ষমতাসম্পন্ন ৯+ প্রজন্মের গ্যাস সেন্ট্রিফিউজ স্থাপনের কাজ শুরু হয়েছে। এই প্ল্যান্টটি রসাটমের জ্বলানী বিভাগের অন্তর্গত একটি কারখানা। এই নিয়ে রসাটম তাদের যে চারটি কারখানায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়ে থাকে তার মধ্যে তৃতীয়টির আধুনিকীকরণের কাজ শুরু করলো। রসাটমের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কারখানাটির প্রযুক্তিগত উন্নয়ন সাবলিমেট পৃথকীকরণ কমপ্লেক্সের আধুনিকীকরণ প্রোগ্রামের একটি অংশ। এর অধীনে আগের প্রজন্মের সকল গ্যাস সেন্ট্রিফিউজকে প্রতিস্থাপন করবে অত্যাধুনিক উচ্চক্ষমতাসম্পন্ন সেন্ট্রিফিউজ। সেভেরস্ক প্রকল্পে নতুন সেন্ট্রিফিউজ স্থাপনের কাজ ২০২৭ সাল নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

রসাটমের জ্বালানী বিভাগের ব্যবস্থাপনা কোম্পানি টেভেল এর প্রেসিডেন্ট নাতালিয়া নিকিতেলোভা বলেন, “বিগত কয়েক বছর যাবত রসাটমের জ্বালানী বিভাগ রেকর্ড পারফর্মেন্স করতে সমর্থ হয়েছে। একই সঙ্গে আমরা বৃহৎ পরিসরে পারমাণবিক জ্বালানী সাইকেলের সকল ধাপে আধুনিকীকরণ প্রোগ্রাম বাস্তবায়ন করে চলেছি। পারমাণবিক জ্বালানী উৎপাদন, ইউরেনিয়াম সম্পৃদ্ধকরণ এবং রূপান্তর, আইসোটোপ পৃথকীকরণের জন্য গ্যাস সেন্টিফিউজের উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করছি”।

পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎ উতপাদনের জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম ইউ-২০৩৫ আইসোটোপ ব্যবহৃত হয়। এই আইসোটোপটি ফিসাইল বা বিভাজনক্ষম হিসেবে পরিচিত। প্রকৃতিতে এই আইসোটোপের উপস্থিতির পরিমান তুলনামূলকভাবে অনেক কম। প্রকৃতিতে মূলত ইউরেনিয়াম নন-ফিসাইল ইউ-২৩৮ এর পরিমান সবচেয়ে বেশি। আকরে অবস্থিত এই ইউ-২৩৮ কে পৃথক করে বিশুদ্ধ ও সমৃদ্ধ ইউ-২৩৫ পাওয়া যায়। এই কাজে গ্যাস সেন্ট্রিফিউজ মূল ভূমিকা পালন করে।

(এসকেকে/এএস/ডিসেম্বর ০৭, ২০২৫)