কবিরহাটে রোহান দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর কবিরহাটে তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে আয়োজন করা হয়েছে রোহান দিবা-রাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট।
শনিবার (০৬ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলার চাপরাশিরহাট পশ্চিম বাজার মাঠে ইকোভিশন ও মাষ্টার ওয়াজি উল্ল্যাহ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও ইকো ভিশনের অর্থায়ানে মাদ্রাসা রোড় স্পোর্টস ক্লাবের আয়োজনে জমকালো এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুনামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, আরাফাতের রহমান হাসান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ৫নং চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপি সভাপতি, জহির উদ্দিন (জহির), সাবেক সাধারণ সম্পাদক, সামসুদ্দিন মাসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক, শাহাদাত হোসেন, সদস্য সচিব, আব্দুল বাসেত হিরন, চাপরাশিরহাট-বলিক সমন্নায় সমিতি লিঃ ও বাজার পরিচালনা কমিটি সভাপতি জাহিদুল হক জাবেদ, ৫ নং চাপরাশিরহাট ইউনিয়ন যুবদল আহ্বায়ক, মিজানুর রহমান পারভেজ, ৫নং চাপরাশিরহাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব, আবু জাহের রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, আবু বকর ছিদ্দিক প্রমূখ।
বক্তারা বলেন, যুবসমাজ যখন সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের মতো অপসংস্কৃতির দিকে ঝুঁকে যাচ্ছে, ঠিক তখনই খেলাধুলার মাধ্যমে তাদের ফিরিয়ে আনতে এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। খেলাধুলা সমাজে ঐক্য, শৃঙ্খলা ও চারিত্রিক শক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তারা।
১৬টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের শুরু হয়ে একে একে সবাইকে হারিয়ে ঢাকা নারায়ণগঞ্জ ও কোম্পানীগঞ্জ বসুরহাটে ইয়াং ভয়েস অংশগ্রহণ করেন, খেলা শেষে ঢাকা নারায়ণগঞ্জ জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ীদের মাঝে নগদ প্রাইজ মানি সহ চ্যাম্পিয়ন ট্রপি ও রানারআপ দলের মাঝেও নগদ টাকা সহ ট্রপি বিতরণ করা হয়।
তরুণদের সুস্থ মনন গঠনে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে, এমনটাই আশা আয়োজকদের।
(আইইউএস/এএস/ডিসেম্বর ০৭, ২০২৫)
