রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা এলাকা হতে এক কেজি গাঁজাসহ মো. আলমগীর হোসেন (৫৩) নামের এক ব্যক্তিকে প্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে অবৈধ মাদক দ্রব্য উদ্ধার করার নিমিত্তে ডিবি পুলিশের পরিচালিত এক অভিযানে আলমগীরকে উপরোক্ত মাদকদ্রব্য (গাঁজা) সহ আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি. এম. মামুনুর রশিদ উপরোক্ত তথ্যগুলো নিশ্চিত করে জানান, 'শনিবার দিবাগত মধ্যরাতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হান্নান মিয়া, মোস্তাসিম, আব্দুল হক এবং অন্যান্য অফিসার ও ফোর্সসহ সালথা থানাধীন রায়ের চর এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় এক কেজি গাঁজাসহ আসামি মো. আলমগীর হোসেন (৫৩)কে তার বসত বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসমি আলমগীর হোসেন সালথা উপজেলার রায়ের চর এলাকায় মৃত আবুল কালাম চৌধুরীর ছেলে বলে জানা গেছে।

রবিবার (৭ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি (ডিবি) মামুন। এছাড়া, উপরোক্ত আসামি'র বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

(আরআর/এএস/ডিসেম্বর ০৭, ২০২৫)