গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই ১৮নং জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনসেড ঘর বিক্রির করার ঘটনায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় (৪ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক এই কমিটি গঠন করেন।

এই কমিটিকে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

তদন্ত কমিটি অন্য দুই সদস্য হলেন, উপজেলা প্রকৌশলী শফিউল আজম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল।

জানা গেছে, উপজেলার ১৮নং জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার সম্প্রতি নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই তার নিজ এলাকার এক ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে একটি টিনসেড ঘর বিক্রি করে দেন। এ ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির আহবায়ক সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ বলেন, ১৮নং জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদারের বিরুদ্ধে বিদ্যালয়ের টিনসেড ঘর বিক্রির ঘটনায় তদন্তের কাজ শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

(টিবি/এএস/ডিসেম্বর ০৭, ২০২৫)