রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আজিজ শেখ (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে। তিনি বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দমাগুরা গ্রামের মৃত তাছির উদ্দীন শেখের ছেলে।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জামালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

ধর্ষিতা শিশুর পিতা বলেন, আমার মেয়ে গত বুধবার পাশের খোর্দ্দমাগুরা গ্রামের হাফেজিয়া মাদ্রাসায় পড়তে যায়। সেখান থেকে ফেরার পথে সকাল সাড়ে ১১ টার দিকে চায়ের দোকানী আজিজ শেখ তাকে ফুসলিয়ে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে।ভয়ে বাড়ীতে এসে কাউকে কিছু জানায়নি। পরে ব্যাথায় কাতরাতে থাকলে বিষয়টি জানায়।

বৃহস্পতিবার তাকে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করে। পরে সদর হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। রবিবার দুপুরে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বালিয়াকান্দি থানার এসআই আল আমিন বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযান
চালিয়ে বিকেলে অভিযুক্ত আজিজ শেখকে গ্রেপ্তার করা হয়েছে।তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(একে/এএস/ডিসেম্বর ০৭, ২০২৫)