শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দীর্ঘ তিনমাসের বেশি সময় বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের শুরু হয়েছে ভারত থেকে ফের পেঁয়াজ আমদানি।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশ করে। রকি ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের ৩০ টন পেঁয়াজ হিলি বন্দরে প্রবেশ করে। এসব পেঁয়াজ ভারতের বিভিন্ন মধ্যপ্রদেশ থেকে আমদানি হয়েছে।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রকি জানান, ভারত থেকে প্রতি টন পেঁয়াজ ২৪৫ মার্কিন ডলারে আমদানি হচ্ছে। আমদানিকৃত এসব পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে বিক্রি হবে।

এদিকে দিনাজপুরের বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, দেশীয় শুকনা পিঁয়াজ প্রতি কেজি ১৩০ টাকায় বিক্রি হচ্ছিল বর্তমানে সে পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর মুড়িকাটা পাতা পেঁয়াজ ১০০ টাকায় কেজিতে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

দিনাজপুরের হিলি বন্দর দিয়ে সবশেষ চলতি বছরের ৩০ আগস্ট পেঁয়াজ আমদানি হয়েছিল।

(এসএএস/এএস/ডিসেম্বর ০৭, ২০২৫)