ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির কোপে প্রাণ গেল বড় ভাইয়ের
হাবিবুর রহমান, ঝিনাইদহ : ঝিনাইদহ সদরের ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই সোহেল হোসেন (৩৮) নিহত হয়েছেন।
রবিবার বিকেল ৪ টার দিকে উপজেলার বেতাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল হোসেন ওই গ্রামের মো. শফিউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোহেলের বড় ভাই জুয়েল রানা প্রবাস থেকে কিছুদিন আগে দেশে ফিরেছেন। সম্প্রতি বড় ভাই সোহেল হোসেনের সঙ্গে তার টাকা-পয়সা নিয়ে বিরোধ দেখা দেয়। রবিবার সকালে বাড়ির গাছ বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে দুই ভাই বিরোধে জড়িয়ে পড়ে। সকালে বিরোধের একপর্যায়ে বড় ভাই সোহেল হোসেনের বঁটির আঘাতে ছোট ভাই জুয়েল রানা আহত হন। পরে দুপুরে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই জুয়েল রানা ধারালো বটি দিয়ে সোহেল হোসেনের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য মওের্গ পাঠানো হয়েছে। ঘাতক জুয়েল রানা পালিয়ে গেছে। তাকে আটকের জন্য আমরা অভিযান চালাচ্ছি।’
(এইচআর/এএস/ডিসেম্বর ০৭, ২০২৫)
