বগুড়া প্রতিনিধি : বগুড়া পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৮৭ জন গ্রেফতার হয়েছে। শুক্রবার ভোর পর্যন্ত অভিযানে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং নিয়মিত মামলাসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার করা হয়।

বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার উজ্জল কুমার রায় জানান, শুক্রবার ভোর পর্যন্ত অভিযানে নিয়মিত মামলা, মাদক সংক্রান্ত মামলাসহ ওয়ারেন্টভুক্ত ৮৭ জন গ্রেফতার হয়েছে। অভিযানে সদর থানা ১৭, শিবগঞ্জ ১০, সোনাতলা ৮, গাবতলী ৬, সারিয়াকান্দি ২, ধুনট ৪, শেরপুর ১১, নন্দীগ্রাম ২, আদমদীঘি ৮, দুপচাঁচিয়া ৭, কাহালু ৩, শাজাহানপুর থানায় ৭ জন এবং ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। এসময় ২৭৫ গ্রাম গাঁজা, ২৮৬ বোতল ফেন্সিডিল, ১০৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম এর সার্বিক তত্বাবধানে বিভিন্ন থানায় এ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার উজ্জল কুমার রায়।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৯, ২০১৪)