একে আজাদ, রাজবাড়ী : মাসের উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  (৮ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মোঃ রিফাতুল হক এ-র সভাপতিত্বে।

সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি সাদ আহমেদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইবাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা জামাতের আমির সুলতান মাহমুদ, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি ইমরান খান, ও পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি একে আজাদ। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান গন ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। সভায় বিভিন্ন ক্লিনিকে টেস্ট রিপোর্ট ও পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত অভিযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মোঃ রিফাতুল হক। তিনি বলেন, “কোনো ক্লিনিকে অনিয়ম বা ভুল রিপোর্টের অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ওই প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেওয়া হবে।”

তিনি আরও জানান, অচিরেই উপজেলার প্রতিটি ক্লিনিকে মোবাইল কোর্টের মাধ্যমে পরিদর্শন করা হবে। জনগণের স্বাস্থ্য নিয়ে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন ইউএনও। বাহাদুপুর ইউনিয়নের তারাপুরে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানের বেড়ায় যারাই আগুন লাগিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন মাদকের সঙ্গে কোনো আপোষ নয় মাদকের গডফাদারদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সভার সভাপতি আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের সহযোগিতা কামনা করে মিটিং এর সমাপ্তি করেন।

(একে/এএস/ডিসেম্বর ০৮, ২০২৫)