প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা ছোটকুমার দিয়া গ্রামে তিনশ বছরের ঐতিহ্যবাহী কালীপূজা, লোক কবিগান ও লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। 

ধর্মীয় আচারবিধি, ঢাক-ঢোলের বাদ্য ও ভক্তদের ভিড়ে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

শনিবার রাত থেকে গভীর রাত পর্যন্ত চলে পূজা, আর ভোর পর্যন্ত চলে কবিগান ও লীলা কীর্তনের আসর। স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে এক বর্ণিল মিলনমেলায় পরিণত হয় পূজামণ্ডপ।

পূজাকে কেন্দ্র করে স্থাপিত হয় নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা। আয়োজকদের ভাষায়— "এ উৎসব আমাদের সংস্কৃতি, শ্রদ্ধা ও মিলনের প্রতীক।"

(পিবি/এএস/ডিসেম্বর ০৮, ২০২৫)