খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাইখালী সার্বজনীন লোকনাথ মন্দিরে বিশেষ প্রার্থনা
রিপন মারমা, রাঙ্গামাটি : বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় রাঙ্গামাটি কাপ্তাইয়ে ২ নং রাইখালী ইউনিয়নের সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত সার্বজনীন লোকনাথ মন্দিরে এ প্রার্থনা করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট,রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা শাখার, আয়োজনে এ সময় সনাতন ধর্মীয় নিয়ম অনুযায়ী গুরুতর রোগীর রোগমুক্তির জন্য, সৃষ্টিকর্তার কাছে ঠাকুরের মাধ্যমে পূজা ও আরাধনা শেষে বিশেষ এই প্রার্থনা করা হয়।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পূজা ও আরাধনার পর গীতা পাঠ করা হয়। গীতা পাঠ করেন রতন কুমার দে, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কাপ্তাই উপজেলা শাখা সাধারণ সম্পাদক রুবেল কান্তি দে সঞ্চালনায়,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কাপ্তাই উপজেলা শাখা আহবায়ক জগদীশ চন্দ্র দাস সভাপতিত্বে, প্রার্থনায় প্রধান অতিথির উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য আব্দুল খালেক,এছাড়া বক্তব্য দেন, রাইখালী ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসেম,সহ- সভাপতি সের খান মারমা, এর আগে, স্বাগত বক্তব্য প্রধান করেন,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কাপ্তাই উপজেলা শাখা সদস্য সচিব লোটাস ভট্টাচার্য।
এ-সময় প্রার্থনায় হিন্দু,মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান উপজেলা অন্যান্য নেতাকর্মী ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কাপ্তাই উপজেলা শাখা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বলেন,বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রায় ৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। সৃষ্টিকতাই যেন দেশ নেত্রীকে তারাতাড়ি সুষ্ঠ করে দেয়।
(আরএম/এএস/ডিসেম্বর ০৮, ২০২৫)
