কর্ণফুলীতে ন্যাশনাল সিমেন্ট মিলসের স্পোর্টস কার্নিভাল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেডের স্পোর্টস কার্নিভাল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ফুটবল মাঠে এ স্পোর্টস কার্নিভালের উদ্বোধন করেন প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের প্ল্যান্ট হেড এসবি বড়ুয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের এজিএম কাজী শাহে এমরান, এইচআর হেড (অব.) লে. কমান্ডার মোহাম্মদ ইকবাল মাহমুদ, ইলেকট্রিক্যাল হেড মো. ইয়াকুব নবীসহ অন্যান্য প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ। এছাড়া প্রিমিয়ার সিমেন্টের নিবন্ধিত ঠিকাদার প্রতিষ্ঠান তিশা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী মো. নুরুল আলীও উপস্থিত ছিলেন।
স্পোর্টস কার্নিভালে ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে ক্রিকেট, ব্যাডমিন্টন ও ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আগামী সাত দিনব্যাপী এ আয়োজন চলবে।
উদ্বোধনী বক্তব্যে প্ল্যান্ট হেড এসবি বড়ুয়া বলেন, “শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। কর্মব্যস্ততার মাঝেও নিয়মিত খেলাধুলার চর্চা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
(জেজে/এএস/ডিসেম্বর ০৮, ২০২৫)
