ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ঈশ্বরদীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ি মাঠে ঈশ্বরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ইয়ামিন আলী জমাদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

ঈশ্বরদী পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির তিনবারের সাবেক জনপ্রিয় কাউন্সিলর আনোয়ার হোসেন জনির সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ শামসুদ্দিন মালিথা।

দোয়া পরিচালনা করেন আমবাগান সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার বড় হুজুর হাফেজ মাওলানা ওলিউল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবীব, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নুসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

(এসকেকে/এএস/ডিসেম্বর ০৯, ২০২৫)