পাংশায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে আদম্য নারীদের সম্মাননা
একে আজাদ, রাজবাড়ী : “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলায় আদম্য নারীদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পৃথিজ কুমার,উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তা পারভীন।
এ সময় ৪ টি ক্যাটাগরিতে ৪ জন নারীকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা নারী ও কন্যার প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীর মর্যাদা ও অধিকার বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
(একে/এএস/ডিসেম্বর ০৯, ২০২৫)
