সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দুর্নীতি বিরোধী দিবস। পরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সালথা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিরাজ আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও নবকাম কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সালথা থানার পরিদর্শক (ওসি) মোঃ বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, জামায়াতের সেক্রেটারী তরিকুল ইসলাম, উপজেলা এনসিপির সভাপতি সজীব আল হোসাইন, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাসেম মোল্যা ইমরান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। বক্তারা এসময় দুর্নীতি প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

(এএন/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৫)