মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে বেশি দামে সার বিক্রি ও ভাউচার জালিয়াতির অভিযোগ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উপজেলার বালিদিয়া বাজারে অভিযানে সার বিক্রয়ে বিভিন্ন অনিয়ম, ভাউচার জালিয়াতি, মূল্য তালিকা লুকানো এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণের মতো গুরুতর অপরাধ ধরা পড়েছে।
গতকাল সোমবার এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
অভিযানে বিসিআইসি ও বিএডিসি সার ডিলার, সাব ডিলার, বীজ, ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো তদারকি করা হয়।
এ সময় বালিদিয়া বিসিআইসি ডিলার মেসার্স মিলন এন্টারপ্রাইজে ভয়াবহ অনিয়ম সার-বাণিজ্যে অসাধুতা, কৃষকদের অভিযোগ গোপন করা ও বেশি দামে সার বিক্রির অভিযোগে প্রথমেই অভিযান চালানো হয়, মেসার্স মিলন এন্টারপ্রাইজ নামক বিসিআইসি-বিএডিসি সার ডিলারের প্রতিষ্ঠানে।
কৃষকদের অভিযোগ, ডিলার ইচ্ছামতো দাম নেন, কিন্তু ভাউচার দেন না। সকাল থেকে কৃষকদের সার প্রয়োজন হলেও দোকান খোলেন দুপুর ১২টার পর, ফলে কৃষকদের বাধ্য হয়ে খুচরা দোকান থেকে বেশি দামে সার ক্রয় করতে হয়। পরিদর্শনের সময় ভাউচার ও রেজিস্টারে পাওয়া যায় বড় ধরনের গড়মিল।
এছাড়া র্যাকে রাখা প্রচুর মেয়াদোত্তীর্ণ কীটনাশকও জব্দ করা হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানটির মালিক মিলন কুমার ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০, ৪৫ ও ৫১ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে সাব ডিলার মেসার্স বিশ্বাস ট্রেডার্স—এ ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণে অবহেলা, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে মোট দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি সকল দোকানিকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন ও ভাউচার সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন মাগুরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
(বিএস/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৫)
