নানা আয়োজনে সোনাতলায় বেগম রোকেয়া দিবস পালিত
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : "নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি" মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া সোনাতলায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ১০ ডিসেম্বর পর্যন্ত অদম্য নারী পুরুস্কার ২০২৫ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিক।
উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আজ মঙ্গলবার সকালে পরিষদের হলরুমে এই দিবস পালিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল ইসলাম এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা দীপ্তি রানী রায়, নারী সমিতির সভানেত্রী শায়লা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নাজমুল ইসলাম, প্রকৌশলী আতিকুর রহমান, মৎস সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা, প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন, আবৃত্তি শিক্ষক ও কিশোর কিশোরী ক্লাবের সভানেত্রী সুস্মিতা রানী ঘোষ প্রমুখ।
আলোচনা সভা শেষে জয়ীতা ও সফল নারীদের পুরস্কার হিসেবে সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করেন প্রধান অতিথি ইউএনও স্বীকৃতি প্রামাণিক। শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী রিমা রানী পাল, সফল নারী নীলুফা বেগম, নির্যাতনের স্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী শহীদা বেগম সহ আরো অনেকেই মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় হতে পুরস্কৃত করা হয়।
এই আলোচনা সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন সমিতির নারী নেত্রী এবং সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সুমাইয়া সারা জিম্মি।
(বিএস/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৫)
