বরিশালের অদম্য নারীরা পেল সম্মাননা
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : "নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি" এই প্রতিপাদ্য বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা হাসপাতালের ডা. টিপু সুলতান, সমবায় কর্মকর্তা আফসানা শাখী, আনসার ভিডিপি কর্মকর্তা হাম্মাদ বিন হোসাইন। শেষে উপজেলার ৫ জন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়।
(টিবি/এএস/ডিসেম্বর ১০, ২০২৫)
