বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির চতুর্থ দিনের আলোচনা শুরু
স্টাফ রিপোর্টার : মহান বিজয়ের মাস ডিসেম্বরের ৭ তারিখ থেকে বিএনপি ঘোষিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি শুরু হয়েছে। সাত দিনব্যাপী এই কর্মসূচির আজ চতুর্থ দিনের আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (১০ ডিসেম্বর) ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দিনের কার্যক্রম শুরু হয়। আজকের আলোচনায় অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠান পরিচালনা করছেন দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
এই আয়োজনের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে চায় বিএনপি। সেই মতামতের ভিত্তিতেই প্রস্তুত করা হবে দলটির নির্বাচনী ইশতেহার।
দিনের দ্বিতীয় সেশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চু্যয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি ১৩ ডিসেম্বর শেষ হবে।
(ওএস/এএস/ডিসেম্বর ১০, ২০২৫)
