মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহ উত্তর অঞ্চল শাখা।

আজ বুধবার সকালে ফুলপুর উপজেলা প্রাঙ্গণ হতে শুরু হয়ে বর্ণাঢ্য র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফুলপুর উপজেলা পরিষদ হলরুমে গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান।

বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহ উত্তর অঞ্চল শাখার সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর থানার সাব ইন্সপেক্টর সানাউল হক, উপজেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, নির্বাহী সহ-সভাপতি বদরুজ্জামান, উজ্জল হোসেন, যুবদল নেতা ফোজায়েল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহ উত্তর অঞ্চল শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

(এস/এসপি/ডিসেম্বর ১০, ২০২৫)