৪ মাস দুধ পাবে শিক্ষার্থীরা
সোনাতলায় স্কুলে মিল্ক ফিডিং কর্মসূচির উদ্ধোধন
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : "আমিষেই শক্তি আমিষেই মুক্তি" মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া সোনাতলায় প্রাণীসম্পদ অফিস কর্তৃক স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে মিল্ক ফিডিং কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় ৪মাস বিশুদ্ধ গাভীর দুধ পাবে চারালকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থী। ব্যতিক্রম ধর্মী এমন আয়োজন করেন উপজেলা প্রাণী সম্পদ অফিস। তবে এধরনের উদ্দ্যোগ রিতিমত এলাকায় ব্যাপক সারা ফেলেছে।
অফিস সুত্রে জানা গেছে, সারা বাংলাদেশে ৬'শ টির মতো স্কুলে এই ধরনের কর্মসূচি চলমান রয়েছে। উপজেলার চারালকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই ধরনের কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। এরফলে এই স্কুলের ১৬৯ জন শিক্ষার্থী স্কুল চলাকালীন দিনগুলোতে গড়ে ২৫০ মিলি রেডিমেট গাভীর তরল (প্যাকেট জাত) দুধ পাবে।
স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন এর আগে কখনো চোখে পরেনি। পুষ্টিকর খাবার হিসেবে গাভীর দুধ হাতে পেয়ে রিতিমত আনন্দ উচ্ছ্বাসে উদ্বেলিত হয়ে পড়েন। শিশুরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন আমরা এখন থেকে নিয়মিত স্কুলে এলেই দুধ পাবো, এ ধরনের উদ্দ্যোগে খুব খুশি হয়েছি আমরা। গাভীর দুধ বিতরণ পুর্ব চারালকান্দি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনায়েতুর রশীদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুল ইসলাম, চারালকান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.জি.এম মুকুল আযম সহ আরো অনেকে। অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন মন্ডল ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী মোঃ আবুল কাশেম মন্ডল। অর্থায়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণলয়।
(বিএস/এসপি/ডিসেম্বর ১০, ২০২৫)
