রাজবাড়ীতে ছাত্রদল নেতা গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ছাত্রদল নেতা খোন্দকার শফিউল আযম শিবলু (৩০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নুর ছেলে। আজ বুধবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
থানা সুত্রে জানা গেছে, একটি মারামারি ওয়ারেন্টভুক্ত মামলার ওয়ারেন্টভুক্ত আসামী খোন্দকার শফিউল আযম ওরফে শিবলুকে মঙ্গলবার রাতে তার বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার বলেন, একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী খোন্দকার শফিউল আযম ওরফে শিবলুকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
(একে/এসপি/ডিসেম্বর ১০, ২০২৫)
