বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় খেলাপি ঋণ আদায় ও সম্ভব্য নতুন উদ্যোক্তা নির্বাচনের উদ্দেশ্যে সোনালী ব্যাংকের গ্ৰাহকদের নিয়ে গ্ৰাহক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে সোনালী ব্যাংক (পিএলসি) শাখার উদ্যোগে এতে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মোঃ মাহবুব রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বগুড়া, জয়পুরহাট ও সিরাজগঞ্জ) তিন জেলার দ্বায়িত্বে থাকা জেনারেল ম্যানেজার মোঃ রশিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম সিদ্দিকী, ডেপুটি জেনারেল ম্যানেজার এএসএম আব্দুল লতিফ প্রমুখ।

এছাড়াও বালুয়াহাট সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ এনামুল হক ও সৈয়দ আহম্মদ কলেজ সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুলতান মাহমুদ, সোনাতলা সোনালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার মোঃ মাসুদ রানা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে খেলাপি ঋণ আদায় ও নতুন উদ্যোক্তাদের মাঝে ঋন দেয়া ও নেয়ার বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি মোঃ রশিদুল ইসলাম। প্রধান অতিথি ঋনের বিভিন্ন সুফল দিকগুলো তুলে ধরে বলেন আপনারা আমাদের সোনালী ব্যাংক এর শাখা ব্যবস্থাপকের সাথে কথা সরাসরি বলবেন। সেই সাথে ঋন নিলে নিয়ম অনুযায়ী টাকা পরিশোধ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সোনাতলা শাখার প্রিন্সিপাল অফিসার মোছাঃ জেসমিন আকতার।

(বিএস/এসপি/ডিসেম্বর ১১, ২০২৫)