নদী নির্ভর জীবনযাত্রা মেলা
ফুটে উঠলো উপকূলীয় সংস্কৃতি, জীবিকা ও প্রকৃতির সমন্বিত রূপ
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীর তীরে অনুষ্ঠিত হলো উপকূলীয় মানুষের নদীনির্ভর জীবনের অনন্য প্রদর্শনী— নদীর সঙ্গে জীবনের বন্ধন’ শীর্ষক জীবনযাত্রা মেলা। আজ বৃহস্পতিবার পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামে আয়োজিত এই মেলায় উপকূলীয় সংস্কৃতি, জীবিকা ও প্রকৃতির সমন্বিত রূপ তুলে ধরা হয়।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক, গ্রীন কোয়ালিশন, কামালকাটি একতা যুব সংঘ, কদবেল নারী উন্নয়ন সংগঠন ও স্থানীয় জনগোষ্ঠী আয়োজিত এ মেলায় শামুক-ঝিনুক, জাল, খারা, বালতি, হাড়ি-থালা, ঝিনুক, মাটি, বালি, কাদা ও লোনা জলে ভরা প্রতীকী পাত্র, বাইন, কাঁকড়া, গেওয়া, গড়ান, খলিসা, গোলপাতা ও ধানিগাছসহ বিভিন্ন সামগ্রী প্রদর্শনী করা হয়।
পদ্মপুকুর ইউনিয়ন গ্রীন কোয়ালিশনের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আশরাফ হোসেন এর সভাপতিত্বে মেলায় বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্যা সুক্রী রাণী, গ্রীন কোয়ালিশন এর সদস্য বিকাশ কুমার মন্ডল, বারসিক এর কর্মসূচী কর্মকর্তা মফিজুর রহমান, সহযোগী কর্মসূচী কর্মকর্তা মনিকা পাইক, ক্যাম্পেইন এন্ড নেটওয়ার্ক ফ্যাসিলিটেটর ওসমান গনী প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলে মিঠুন কুমার মন্ডল বলেন, নদীই আমাদের জীবনের ভরসা। সংসার, সন্তানদের পড়াশোনা—সব চলে নদীর মাছ দিয়ে। নদী দূষণ, নাব্যতা সংকট ও জলবায়ু পরিবর্তনের চাপে আজ সংকটাপন্ন। নদীকে রক্ষা করা মানে আমাদের জীবনকে রক্ষা করা।
শিক্ষক অসিম কুমার মন্ডল, শিক্ষার্থী অনন্যা মন্ডল, স্বেচ্ছাসেবক গৌরাঙ্গ মন্ডল ও স্থানীয় প্রবীণদের মতে, নদীর মাটি শুধু চাষাবাদ নয়; ঘরবাড়ি নির্মাণ, বাঁধ মেরামত ও উপকূলীয় সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। নাব্যতা সংকট ও লবণাক্ততা বৃদ্ধির কারণে মাছের পরিমাণ কমে গেলেও নদীই তাঁদের জীবন-জীবিকার প্রধান ভরসা। চরের গাছপালা শুধু প্রকৃতির অংশ নয়; এগুলো উপকূলকে ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে।
আয়োজককারীরা বলেন, এই মেলা নদীকে কেন্দ্র করে উপকূলীয় মানুষের জীবন, ইতিহাস ও সংগ্রামের পূর্ণ চিত্র ফুটিয়ে তুলেছে। তরুণ প্রজন্ম যেন নদীর সংকট ও গুরুত্ব উপলব্ধি করতে পারে—এটাই আমাদের মূল লক্ষ্য। উপকূলের বাস্তব জীবনচিত্রের এক জীবন্ত পাঠশালা। নদী কীভাবে মানুষের জীবনকে ধারণ করে এবং মানুষ কীভাবে নদীর ওপর নির্ভর করে—তারই জীবন্ত নিদর্শন এই নদীনির্ভর জীবনযাত্রা মেলা।
(আরকে/এসপি/ডিসেম্বর ১১, ২০২৫)
