কাপ্তাইয়ে ভাল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন
রিপন মারমা, রাঙ্গামাটি : পার্বত্য জেলা রাঙ্গামাটি কাপ্তাইয়ে দুর্গম এলাকায় ভাল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
"শিক্ষা জাতির মেরুদন্ড, দিন বদলের বইছে হওয়া, শিক্ষা মোদের প্রধান চাওয়া "এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার দুপুরে রাইখালী ইউনিয়নের ভাল্লুকিয়া এলাকাবাসীর আয়োজনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিনয় বিকাশ তালুকদার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের দ্বারোদ্ঘাটন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
এ সময় তিনি বলেন, ভাল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুধু একটি ভবন নয়, এটি এই অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞানের এক আলোকবর্তিকা। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং এই বিদ্যালয় সেই লক্ষ্যেরই একটি অংশ।
তিনি আরও বলেন, একসময় এই দুর্গম অঞ্চলের শিক্ষার্থীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে দূরের বিদ্যালয়ে যেতে হতো, এখন এই নতুন বিদ্যালয় তাদের সেই কষ্ট লাঘব করবে। দুর্গম এলাকায় এত সুন্দর স্কুল নির্মাণ এটা সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ, আমাদের সকল শিশুদেরকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার আওতায় আসতে হবে। তাঁর বক্তব্যে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
রবিন তঞ্চঙ্গ্যা এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম চৌধুরী। এসময় আরো বক্তব্য রাখেন, ভাল্লুকিয়া উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক ওসমান গনি কুতুবী, ইউসিপি সভাপতি স্বপন বড়ুয়া, সহকারী শিক্ষক জনি তঞ্চঙ্গ্যা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ভালুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জয় মোহন তঞ্চঙ্গ্যা।
এ সময় আরও উপস্থিত ছিলেন মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংকের সদস্য বসন্ত তালুকদার, সুফল তঞ্চঙ্গ্যা, সমাজসেবক রনি তঞ্চঙ্গ্যা, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সন্তোষ বড়ুয়া প্রমূখ।
এ সময় এলাকাবাসী ও ছাত্রছাত্রীরা বলেন, ভাল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এলাকায় কারেন্ট ও যোগাযোগের রাস্তা, ভালুকিয়া উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া থাকা সত্ত্বেও নেটওয়ার্ক বিচ্ছিন্ন এলাকা হওয়ায় আমাদের শিক্ষার্থীরা আইসিটি ও ডিজিটাল শিক্ষা থেকে বঞ্চিত। এলাকায় অনলাইন তো দূরের কথা অফলাইনেও আমরা যোগাযোগ বিচ্ছিন্ন। সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
(আরএম/এসপি/ডিসেম্বর ১১, ২০২৫)
