তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : "বাংলাদেশে কারিগরি টেক্সটাইলের সম্ভাবনা" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত এ সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ডিএএডি স্কলার  ডঃ মনিরুদ্দোজা আশির। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যক্ষ নয়ন চন্দ্র ঘোষ। 

কারিগরি টেক্সটাইল এবং ডিএএডি বৃত্তি কর্মসূচি সম্পর্কে তাঁর প্রাণবন্ত আলোচনা অংশগ্রহণকারীদের মুগ্ধ করেছে। এ সেমিনার ভবিষ্যতে ক্যারিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের ইতিবাচকভাবে প্রভাবিত করবে বলে জানান অনুষ্ঠানের সভাপতি।

(টিবি/এসপি/ডিসেম্বর ১১, ২০২৫)