ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোছা. জোবায়রা খাতুন (৮) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের হাসিনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোবায়রা খাতুন মুলাডুলি বেতবাড়িয়া গ্রামের মো. জিন্নাহ আলীর মেয়ে এবং বেতবাড়িয়া উম্মে কুলসুম কিন্ডারগার্টেন নূরাণী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদরাসা ছুটি শেষে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জিন্নাহ আলী। পথে মুলাডুলি থেকে দাশুড়িয়া অভিমুখী দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জনই সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় শিশু জোবায়রা, আর গুরুতর আহত অবস্থায় জিন্নাহ আলীকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘাতক ট্রাকটি আটক করে।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. এজাজ আহমেদ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করেছি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।”

(এসকেকে/এসপি/ডিসেম্বর ১১, ২০২৫)