ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পাওনা টাকা না পেয়ে আজাদ হোসেন (৩৩) নামের এক যুবককে অটোচালক রনি ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাকশী ইউনিয়নের চররুপপুর জিগাতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজাদ রাজশাহীর বাঘা উপজেলার জোতখা মুন্সিবাজার এলাকার বাসিন্দা মো. আলী আজমের ছেলে। তিনি ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররুপপুর জিগাতলা এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন এবং ঈশ্বরদী ইপিজেডের জাপানি মালিকানাধীন ‘নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’-এ শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতের স্ত্রী মোছা. বর্ষা খাতুন জানান, পরিচয়ের সূত্র ধরে আজাদ প্রায় তিন মাস আগে সলিমপুর ইউনিয়নের মানিকনগর বালুরখাদ এলাকার আজিবুর রহমানের ছেলে অটোচালক রনির কাছ থেকে ১৫ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারায় বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল।

ঘটনার সকালে বর্ষাসহ আজাদ চররুপপুর জিগাতলা মোড়ে দাঁড়িয়ে থাকাকালে রনি অটো নিয়ে সেখানে আসে এবং পাওনা টাকা দাবি করে। এ সময় দু’জনের মধ্যে তর্ক ও হাতাহাতির একপর্যায়ে রনি আজাদকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। পরে আজাদের ওপর দিয়ে অটো চালিয়ে কয়েক মিটার নিয়ে যায়। পথচারীরা দৌড়ে এলে রনি অটো নিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী মহিদুল ইসলাম জানান, রাস্তার ওপর পড়ে ছেঁচড়ে যাওয়ায় আজাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, “ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তার বাবা আলী আজম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া চলছে।”

(এসকেকে/এসপি/ডিসেম্বর ১১, ২০২৫)