ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : মহান বিজয়ের মাস উপলক্ষে ঈশ্বরদীতে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন হয়েছে। খায়রুল গ্রুপের উদ্যোগে আয়োজিত এই উদ্যোক্তা মেলার তৃতীয় আসর শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে স্বপ্নদ্বীপ রিসোর্ট প্রাঙ্গণে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খায়রুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব খায়রুল ইসলাম।

মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খায়রুল গ্রুপের চেয়ারম্যান সাইদুল ইসলাম মান্না সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান সাকি, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সলিমপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, ট্রাস্ট ব্যাংক পিএলসি দাশুড়িয়া শাখার ব্যবস্থাপক আব্দুর সবুর, জাতীয় পদকপ্রাপ্ত কৃষক আব্দুল জলিল (লিচু কিতাব) এবংসোনার বাংলা ফাউন্ডেশনের হেড অব অপারেশন প্রকৌশলী আল ইমরান সরকার।

মেলায় মোট ৪৯টি স্টলে স্থানীয় উদ্যোক্তারা তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন করেন। দর্শনার্থীদের ভিড়ে মেলা প্রাঙ্গণ ছিল মুখরিত।

(এসকেকে/এএস/ডিসেম্বর ১২, ২০২৫)