হাবিবুর রহমান, ঝিনাইদহ : ঝিনাইদহে প্রাণ কোম্পানির চারটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতের যে কোনো এক সময় সদর উপজেলার আড়ুয়াকান্দি এলাকার প্রাণ কম্পানির ডিপোর সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ডিপোতে বেশ কয়েকটি কাভার্ড পার্কিং করা ছিল । সে সময় কয়েকজন যুবক এসে চারটি কাভার্ড ভ্যানে আগুন লাগিয়ে চলে যায়।

প্রাণ ডিপোর ব্যবস্থাপক ওয়ালিদ হােসান বলেন, রাতে গাড়িগুলো পার্কিং করা ছিল। হঠাৎ করে কে বা কারা কার্ভাড ভ্যানে আগুন লাগিয়ে চলে যায়। ঘটনাটি আমাদের কাছে সন্দেহজনক লাগছে। এটা নাশকতা ঘটনার ঘটতে পারে।

এ ব্যাপারে সদর থানার ওসি সামছুল আরেফিনের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

(এইচআর/এএস/ডিসেম্বর ১২, ২০২৫)