গোপালগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে গণ-মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে গোপালগঞ্জ শহরের গেটপাড়া থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগ্যে শহরে একটি নির্বাচনী গণ-মিছিল বের করা হয়।
শহরের প্রধান-প্রধান সড়ক ঘুরে মিছিলটি পৌর পার্কে গিয়ে শেষ হয়।

পৌর পার্কের উম্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে গোপালগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামীদ ও গোপালগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাড আজমল হোসেন সরদার বক্তব্য রাখেন।

নির্বাচনী গণ-মিছিলে ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতিক নিয়ে হাজার-হাজার নেতা কর্মী ও সমর্থক অংশ নেন।

(টিবি/এএস/ডিসেম্বর ১২, ২০২৫)