রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবনের অভয়ারণ্য এলাকার বিভিন্ন খাল থেকে সাতটি নৌকাসহ তিনজন জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট টিম। এসময় মাছ কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এক সপ্তাহের অভিযানে এসব নৌকা ও জেলেদের আটক করা হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

আটকৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার পাশ্বেখালী গ্রামের আব্দুল মাজেদ ঢালীর ছেলে জাহিদুল ইসলাম ঢালী (৩৫), খলিশাবুনিয়া গ্রামের শামসুর গাইন এর ছেলে মোশারফ গাইন (৫৬) ও মীরগাং গ্রামের রজব আলী গাজীর ছেলে লিটন গাজী (৩২)।

বন বিভাগের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন সংরক্ষিত এলাকায় অননুমোদিত প্রবেশ, অবৈধ মাছ ধরার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব তথ্যের ভিত্তিতে স্মার্ট টিম অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজনদের তাড়া করলে তারা কয়েকটি নৌকা ফেলে পালানোর চেষ্টা করলেও তিনজনকে ঘটনাস্থলেই আটক করা সম্ভব হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। সুন্দরবন রক্ষায় এমন অভিযান চলমান থাকবে এবং বনাঞ্চলে অবৈধ প্রবেশকারীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

(আরকে/এএস/ডিসেম্বর ১২, ২০২৫)