রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ওয়াইফাই লাইনের তার কাটার সময় একজনকে আটকে রাখলে তাকে ছাড়িয়ে নিতে দুর্বৃত্তের ছোড়া বিস্ফোরক দ্রব্যে দু’জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে । 

শুক্রবার ভোর ৪ টার দিকে সাতক্ষীরা সদরের শাকরা গ্রামের সাবেক ইউপি সদস্য সাহেব আলীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। আহতদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের নাসির উদ্দিন (৩৮) ও দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের শাহিনুর রহমান (৩০)।

নাম প্রকাশ না করার শর্তে সাতক্ষীরা সদর উপজেলার শাকরা গ্রামের সাবেক একজন স্থানীয় জনপ্রতিনিধি জানান, হাড়দ্দহা গ্রামের নাসির দীর্ঘদিন এলাকায় ডিশ ও ওয়াইফাই ব্যবসা পরিচালনা করে আসছিল। এ ব্যবসা পরিচালনায় নিয়ন্ত্রণে নিতে চায় সাইফুল ইসলাম। নাসিরের লাইনের তার এর আগে অনেকবার চুরি করেছে একটি চক্র। শুক্রবার ভোররাতে মোটরসাইকেলে কয়েকজন ওয়াইফাই লাইনের কেবল চুরি করতে গেলে পদ্মশাখরা গ্রামস্থ সাবেক ইউপি সদস্য সাহেব আলীর বাড়ির সামনে মোটরসাইকেলসহ একজনকে ধরে রাখে শাহিনুর রহমানসহ অন্যরা। এসময় বিস্ফোরক দ্রব্য নিক্ষেপ করে দুর্বৃত্তরা তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এসময় বিস্ফোরক দ্রব্য নিক্ষেপে নাসির ও শাহিন গুরুতর আহত হয়। পরে তাদেরকে সামেক হাসপাতালে ভর্তি করা হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি মুঃ মাসুদুর রহমান জানান, ওয়াইফাই ব্যবসার দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও বেশ কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

(আরকে/এএস/ডিসেম্বর ১২, ২০২৫)