সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক ভিপি, নাগরিক ঐক্যের জেলা আহবায়ক বিশিষ্ট ঠিকাদার দিদারুল আলম বাবুল (৭০) আর নেই। শুক্রবার ভোরে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।  বাগেরহাট শহরের হরিনখানা এলাকার বাসিন্দা ভিপি বাবুল বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচিত সাবেক সেক্রেটারিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠনের সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাগেরহাটের প্রিয়মুখ ভিপি বাবুলের মত্যুতে শহরে শোকের ছায়া নেমে এসেছে। 

শুক্রবার জুম্মাবাদ সরকারি পিসি কলেজ মাঠে মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। জানাজা শেষে সদর উপজেলার কররী গ্রামে তাকে দাফন করা হয়েছে।

(এসএসএ/এএস/ডিসেম্বর ১২, ২০২৫)