সুন্নতে খাৎনা অনুষ্ঠানের ভিডিও ধারণ নিয়ে সংঘর্ষ, আহত ১০
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে সুন্নতে খাৎনা অনুষ্ঠানের ভিডিও ধারণ নিয়ে সংঘর্ষে ১০ জন হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর ও ধোপাকান্দি গ্রামের সংযোগ স্থল ব্রীজের উপর এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে মুকসুদপুর থানা পুলিশ।
আহতরা হলেন, ধোপাকান্দি গ্রামের লিটন শেখ (৩০), হিরন শেখ (২৮), আবুল হাসান শেখ (৫০), মিজানুর শেখ (৫৫), ও খাঞ্জাপুর গ্রামের সাইফুল মোল্লা (৪৪), মাহাবুব মোল্লা (১৭) সহ ১০ জন ।
আহতরা জানিয়েছেন, শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বাশঁবাড়ীয়া ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের ইনান শেখের বাড়িতে তার ছেলে আবুল আসাদ শেখের (০৭) সুন্নতে খাৎনা’র গায়ের হলুদের অনুষ্ঠান চলছিল। এ সময় পাশ্ববর্তী খানজাপুর গ্রামের পলাশ মোল্যার ছেলে নাজিম মোল্লা ফোনে এ অনুষ্ঠান ভিডিও ধারন করছিল । তখন ভিডিও ধারন করাকে কেন্দ্র করে ইনান শেখের বাড়ির লোকজনের সাথে নাজিম মোল্লার বাক-বিতন্ডা হয় । এ ঘটনার সুত্র ধরে আজ শনিবার সকালে ইনান শেখের বাড়ির লোকজন উজানী বাজারে আসলে খানজাপুর গ্রামের লোকজনের সাথে শুক্রবার রাতের ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে ধোপাকান্দি ও খানজাপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সর্জিত হয়ে সংঘর্ষর জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোন কিছু ঘটার আগেই মুকসুদপুর থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওই কর্মকর্তা
(টিবি/এএস/ডিসেম্বর ১৩, ২০২৫)
