ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে বিএনপির নির্বাচনী উঠোন বৈঠক ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড় পুটিয়া গ্রামে তালুকদার বাড়িতে ওঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।

ওয়ার্ড বিএনপি নেতা শহীদুল্লাহ্ হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান, যুগ্ম আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম, আমিনুল ইসলাম তালুকদার, ফজলুল করিম খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, ফুলপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা নুরুল আলম খান আলম।

(এসআই/এএস/ডিসেম্বর ১৩, ২০২৫)