ফুটসাল মিশনের নেতৃত্বে সাবিনা
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ফুটবলে সাবিনা খাতুনকে ঘিরে আলোচনা যেন থামছেই না। জাতীয় দলের আন্তর্জাতিক সূচি সামনে এলেই তার নাম উঠে আসে নতুন করে। কোচিং স্টাফের সঙ্গে মতবিরোধের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও এবার নতুন দায়িত্বে ফেরানো হলো এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে। সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে নারী ফুটসালের প্রাথমিক দলে অধিনায়ক করা হয়েছে সাবিনাকে।
আগামী ১৩ জানুয়ারি থাইল্যান্ডে পর্দা উঠবে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের। এই আসরে বাংলাদেশের সঙ্গে অংশ নেবে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তান। প্রতিযোগিতাটি হবে রাউন্ড রবিন পদ্ধতিতে, যেখানে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতোমধ্যে নারী ফুটসালের প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে। পুরুষ ফুটসাল দলের কোচ সাইদ খোদারাহমির তত্ত্বাবধানেই চলছে এই ক্যাম্প। ঘোষিত প্রাথমিক দলে জায়গা পেয়েছেন নারী ফুটবল দলের কয়েকজন পরিচিত মুখও। এর মধ্যে রয়েছেন মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী সরকার ও নিলুফা ইয়াসমিন যারা এর আগে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অবস্থান নিয়ে আলোচনায় এসেছিলেন।
সাফ নারী ফুটসালে বাংলাদেশের প্রাথমিক দল :
সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, উন্নতি খাতুন, মেহেনুর আক্তার, রাত্রি মণি, সুমি খাতুন, নওশন জাহান, নিলুফা ইয়াসমিন, মিসরাত জাহান মৌসুমী, মার্জিয়া, নাসরিন আক্তার, শেজুতি ইসলাম স্মৃতি, সাথী বিশ্বাস, ইতি রানী ও স্বপ্না আক্তার জিলি।
(ওএস/এএস/ডিসেম্বর ১৪, ২০২৫)
