সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ৯টায় উপজেলার বল্লভদি ইউনিয়নের কেশারদিয়া শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, সালথা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ।

পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মামুন সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, সাংবাদিক আবু নাসের হুসাইন প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা , বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

(এএনএইচ/এএস/ডিসেম্বর ১৪, ২০২৫)