রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় নাশকতা মামলার আসামি ইউপি সদস্য মো: বরকত শিকদারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতার বরকত শিকদার ইতনা গ্রামের বাগপাড়ার মুক্তার শিকদারের ছেলে এবং ইতনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১৪ ডিসেম্বর) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই ইমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ইতনা বাজারে অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামী বরকত শিকদারকে গ্রেফতার করে।

পুলিশ আরও জানান, বিগত ২০২৪ সালের ১৩ নভেম্বর শ্রমিক নেতা জাহিদুল আলম ঝুনু বাদী হয়ে লোহাগড়া থানায় ১৩৫ জন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের আসামী করে লোহাগড়া থানায় একটি নাশকতার মামলা দায়ের করেন। উল্লেখিত মামলার ১০০ নং আসামি বরকত শিকদার। তিনি দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, নাশকতা মামলার আসামি ইউপি সদস্য বরকতকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

রূপক মুখার্জি, নড়াইল।